Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়নের পথে ধাবমান বাংলাদেশের অন্যতম উদ্যোগ হলো তথ্যপ্রযুক্তি নিয়ে উদ্ভাবনী ভাবনা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ। সার্বিক উন্নয়ন ও সুশাসনের পূর্বশর্ত জবাবদিহিতা নিশ্চিতকরণের প্রধান মাধ্যম হলো ভোগান্তিহীন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সাথে স্বল্পসময়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো। এ লক্ষ্যে যাবতীয় সরকারি তথ্য ও সেবাকে ওয়েবসাইটের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌঁছানোর সর্বাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে অর্জনের অভিপ্রায়ে কেন্দ্রীয় পর্যায় হতে ইউনিয়ন পর্যন্ত ২৫০০০টি ওয়েব পোর্টাল পরিচালনা করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির এই বিস্তৃত নেটওয়ার্কের অংশীদার হিসেবে জেলা ওয়েব পোর্টালের মাধ্যমে সিলেট জেলা প্রশাসন জনগণের তাৎক্ষণিক সেবায় নিয়োজিত হতে বদ্ধপরিকর।

 

সিলেট জেলার ওয়েব পোর্টালে জেলার পর্যটন আকর্ষণ ও আধ্যাত্মিক ঐতিহ্য সকলের কাছে তুলে ধরার উদ্দেশ্যে জেলার ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ, বিশেষ অর্জন ও জেলা ব্র্যান্ডিং বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়েছে। জনগণের জ্ঞাতার্থে জেলা প্রশাসনের সাংগঠনিক কাঠামো, বিভিন্ন শাখার সেবা ও ফর্ম প্রাপ্তির তথ্য, সিটিজেন চার্টার ও ই-সেবা প্রাপ্তির বিষয়ে তথ্য সংযোজন করা হয়েছে। উল্লেখ্য, ওয়েব পোর্টালে একই প্লাটফর্মে সিলেট জেলার স্থানীয় সরকার, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা, শিক্ষা ও সংষ্কৃতি, কৃষি ও খাদ্য, স্বাস্থ্য, প্রকৌশল ও যোগাযোগ এবং মানবসম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট সকল সরকারি অফিসের তথ্য ও প্রয়োজনীয় লিংকসমূহ প্রদান করা হয়েছে। সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তিকে সর্বস্তরে আরও সহজলভ্য করতে ওয়েব পোর্টালে বিভিন্ন ব্যক্তিগত আবেদন, লাইসেন্স প্রাপ্তি, অনুদান-ভাতা ও ঋণ, শিল্প ও বাণিজ্য এবং নিবন্ধন কাজে ব্যবহার্য ১৩৮টি ফরম সরাসরি ডাউনলোডের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন প্রকার ফরমের পাশাপাশি ভূ-সম্পত্তির (স্থাবর ও অস্থাবর) নামজারি, পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি, জন্ম ও মৃত্যু নিবন্ধন, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স প্রাপ্তি সেবাসমূহ ওয়েব পোর্টালের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন চাকরি ও টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ, উল্লেখযোগ্য আয়োজনের নোটিশ প্রদান, সরকারি নথি ব্যবস্থাপনা অ্যাপস, উত্তরাধিকার ক্যালকুলেটর অ্যাপস, বাংলাদেশের দর্শনীয় স্থানের তথ্য সম্বলিত অ্যাপস, বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তার তথ্য সম্বলিত বাংলাদেশ ডিরেক্টরি অ্যাপস এবং বাংলা ও ইংরেজী ভাষার অভিগম্য অভিধান (Accessible Dictionary) সংযোজন ওয়েব পোর্টালটিকে করেছে আরও আকর্ষনীয় ও ব্যবহারবান্ধব।

 

প্রযুক্তিগত উৎকর্ষ ও সহজলভ্য তথ্য প্রদানে জেলা প্রশাসন বদ্ধপরিকর। জেলা ওয়েব পোর্টালটিকে স্বয়ংসম্পূর্ণ ও হালনাগাদ করে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জনগণের প্রত্যাশা ও চাহিদা পূরণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যক্ষ একজন অংশীদার হতে পেরে আমি আনন্দিত। আমি আমার সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানাই যাদের আন্তরিক প্রচেষ্টায় ওয়েব পোর্টালটি আক্ষরিক অর্থে ব্যবহার্য হয়ে উঠেছে। নিয়মিতভাবে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানাই।

 

পরিশেষে স্বচ্ছতা ও দ্রুততার সাথে প্রয়োজনীয় সেবা প্রদানের প্রত্যয় নিয়ে আপনাকে আমাদের সিলেট জেলা ওয়েব পোর্টালে স্বাগত জানাচ্ছি। 

 

মোঃ মজিবর রহমান
জেলা প্রশাসক
সিলেট