Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিলেট রাইফেল ক্লাব

 

সিলেট রাইফেল ক্লাব

নিরাপত্তা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা প্রদান করে। ক্ষেত্রবিশেষে নিজের নিরাপত্তা বিধান নাগরিকদের নিজের উপরও বর্তায়। দস্যু, ডাকাত, হিংস্র বন্যপ্রাণী ও চরম মাত্রার নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে নিজেদের নিরাপত্তা বিধানে মানুষ সৃস্টির আদিকাল থেকেই তৎপর। এ ব্যবহার যাতে শৃঙ্খলার সাথে হয়, আইনসিদ্ধভাবে হয়, সমাজে অন্যের নিরাপত্তা বিঘ্নিত না হয়ে হয়, সে উদ্দেশ্যেই রাইফেল ক্লাব, গান ক্লাব, শু্যটিং ক্লাব ইত্যাদির সৃষ্টি। কালের বিবর্তনে শু্যটিং একটি শিল্পমাধ্যম ও ক্রীড়ামাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগ্নেয়াস্ত্রের নেতিবাচক ব্যবহার রোধ রাইফেল ক্লাব নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

১. সিলেট রাইফেল ক্লাব স্থাপিত হয় ১৯৫৮ সালে

২. সদস্য সংখ্যা : আজীবন ৭৪ জন

৩. ১.৯৯ একর (টিলারকম) বন্দোবসত্মকৃত ব্রাহ্মণশাসন, আখালিয়া

৪. বন্দোবসত্ম সন : ১৪০৫ বাংলা

৫. খাজনা পরিশোধ: ১৪১৬ বাংলা পর্যমত্ম

৬. শুটার সংখ্যা : ১৪ জন

৭. শেষ কার্যনির্বাহী সভা : নভেম্বর ২০১২ 

৮. নির্বাচন : ২০১০ 

৯. জাতীয় প্রতিযোগিতায় ২০০৯ সালে রৌপ্যপদক লাভ

১০. অংশগ্রহণঃ আমত্মঃক্লাব শুটিং, জাতীয় শুটিং, এয়ারগান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা

১১. ক্লাবে প্রতিযোগীতা ঃ   বিজয় দিবস, স্বাধীনতা দিবস

১২. কার্যনির্বাহী সদস্যসংখ্যা ঃ ২১ জন

১৩. জাতীয় শুটিং ফেডারেশন হইতে এয়ারপেলেট উত্তোলন করা হয় জানুয়ারি ১৪, ২০১৩ 

১৪. শুটারদের অনুশীলন : প্রতি শুক্র ও শনিবার. বিকেল ৩ ঘটিকা- ৫ ঘটিকা

১৫. কর্মচারী সংখ্যা : ০১ জন (খ-কালীন)

১৬. শুটিং-এ ব্যবহৃত অস্ত্রের বিবরণ :

(ক) * ১৭৭ এয়ার রাইফেল ওপেন সাইট             : ০৪ টা

(খ) * ১৭৭ এয়ার রাইফেল ম্যাচ                                  : ০১ টা

(গ) * ১৭৭ এয়ার রাইফেল পিস্তল                     : ০১ টা

(ঘ) * ২২ রাইফেল অপেন সাইট                                  : ০২ টা

(ঙ) * ২২ রাইফেল ম্যাচ                                                      : ০১ টা

(চ) * ২২ পিসত্মল ম্যাচ                                                        : ০১ টা

(ছ) * ১২ বন্দুক                                                                 :  ০১টা

পদাধিকার বলেসিলেট রাইফেল ক্লাবের সভাপতি সিলেটের জেলা প্রশাসক।